খুলনা রেঞ্জে চতুর্থবাবের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৩

অপরাধ দমন কর্মকান্ডে সফল হওয়ায় টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ প্রধান কাজী মনিরুজ্জামান।

শনিবার (৭ অক্টোবর) সকালে তার হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সন্মাননা ক্রেষ্ট তুলে দেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক। এ সময়  উপস্থিত ছিলেন- খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নিজামুল হক মোল্যা, জয়দেব চৌধুরী, নওরোজ হাসান তালুকদারসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া এ রেঞ্জের মধ্যে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিকত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান টানা অষ্টমবারের মতো রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন।  রেকর্ড পরিমাণ মাদক , অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় এ রেঞ্জের শ্রেষ্ঠ থানা অফিসার্স ইনচার্জের পুরস্কার পেয়েছেন কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান। এ ছাড়া চলতি মাসের অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, সার্কেল, থানা, এসআই এবং এএসআই ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জন করেছে সাতক্ষীরা জেলা  পুলিশ।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর