টানা বৃষ্টিতে সিলেট নগরীতে বন্যা!

সিলেট প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৩

টানা বৃষ্টিতে সিলেট নগরের অধিকাংশ এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।  সেই সঙ্গে পানি ঢুকে পড়েছে বাসা-বাড়িতে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। শুক্রবার ( অক্টোবর) থেকে টানা বৃষ্টির কারণে শনিবার ( অক্টোবর) ভোরে এমন পরিস্থিতি দেখা গেছে।

 

সরেজমিন দেখা গেছে, নগরের উপশহর, যতরপুর, সবুজবাগ, শিবগঞ্জ, মাছিমপুর,  মেন্দিবাগ, পাঠানটুলা, চৌহাট্টা, হাওয়াপাড়া, মদিনা মার্কেট, সুবিদ বাজার, জালালাবাদ, লালাদিঘীর পাড়, শিবগঞ্জ, লামাপাড়া, আখালিয়া, রাজারগল্লি, বারুতখানা, যতরপুর, ছড়ারপাড়, তালতলাসহ বেশ কিছু এলাকার সড়ক তলিয়ে গেছে। অনেক এলাকায় সড়কে হাঁটু পানি দেখা গেছে। এসব এলাকার বাসাবাড়িতেও পানি উঠেছে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। ড্রেনের ময়লা-আবর্জনা বৃষ্টির পানিতে  মিশে যাওয়ায় পরিস্থিতি নাজুক রূপ ধারণ করেছে।

 

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, ভারী বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নামতে সময় লাগছে। সিটি করপোরেশনের টিম কাজ করছে। কোথাও ময়লা-আবর্জনার জন্য পানি আটকে গেলে তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টার সিলেটে ৩৫৭ দশমিক মিলি মিটার বৃষ্টি হয়েছে। সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৫৭ দশমিক মিলি মিটার বৃষ্টি হয়। শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১০২ মিলি মিটার বৃষ্টি হয়েছে।

 

বিডি/সাকিব আল মামুন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর