রাণীনগরে সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে এমপি’র মতবিনিময়

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৩

নওগাঁর রাণীনগরের খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের অধীনে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় প্রায় ৬ হাজার উপকারভোগীর সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ- (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

শনিবার (৭ অক্টোবর) বিকালে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে মতবিনিময় সভা হয়।

খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায়- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক  জাকির হোসেন জয়,  উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারেক মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবুল আলম কচি আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে বয়স্কভাতা, বিধবা স্বামী নিগৃহীতা ভাতা প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচীর বিভিন্ন ভাতাভোগীরা সরকারি ভাতা পেয়ে উপকৃত সুন্দর জীবন যাপনের কথা ব্যক্ত করেন।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর