নওগাঁর রাণীনগরের খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের অধীনে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় প্রায় ৬ হাজার উপকারভোগীর সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
শনিবার (৭ অক্টোবর) বিকালে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা হয়।
খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায়- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারেক মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবুল আলম কচি ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা ও প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচীর বিভিন্ন ভাতাভোগীরা সরকারি ভাতা পেয়ে উপকৃত ও সুন্দর জীবন যাপনের কথা ব্যক্ত করেন।
বিডি/সি/এমকে