মন্তব্য
গত সেপ্টেম্বর মাসে সারা দেশে সড়ক, নৌ ও রেলপথ মিলে মোট ৪৬৭ দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৯৬ জন নিহত ও ৬৮১ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবদনে এ তথ্য জানানো হয়েছে।
যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, মোট দুর্ঘটনার মধ্যে ৪০২টি ঘটেছে সড়কে। এ দুর্ঘটনায় ৪১৭ জন নিহত ও ৬৫১ জন আহত হয়েছেন। বাকি দুর্ঘটনাগুলোর মধ্যে ৪৯টি রেলপথে ও ১৬টি নৌপথে ঘটেছে। রেলপথে সংঘটিত দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ২৬ জন আহত হয়েছে। আর নৌপথে দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ জন।
দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বিডি/এন/এমকে