চাপের মধ্যে অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৩

মূল্যস্ফীতির কারণে দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে, জিনিসপত্রের দাম বেড়েছে। ফলে নিম্নআয়ের মানুষ কষ্টে আছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা কৌশলে কাজ করছে সরকার।

ওদিকে বৈদেশিক মূদ্রার রিজার্ভ কমায় নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে- সরকারের হাতে এখনো তিন মাসের আমদানি ব্যয় পরিশোধ করার মতো রিজার্ভ আছে।

মূল্যস্ফীতির কারণে অর্থনীতি চাপের মধ্যে থাকা, তিন মাসের আমদানি ব্যয় পরিশোধের মতো রিজার্ভ থাকার কথা সাংবাদিকদের জানিয়েছেন  পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। শনিবার (৭ অক্টোবর) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিজের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি।

পরিকল্পনা মন্ত্রী জানান, মুলস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানা কৌশলে কাজ করায় বাড়েনি। বরং মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আগামীতে আরও কমবে। এটা কোনো সংকট নয় বলেও মনে করেন তিনি।

রিজার্ভ প্রসঙ্গে মন্ত্রী এম এ মান্নান জানান, রিজার্ভ লাফালাফি করে কমছে। তবে এটা একটা জায়গায় গিয়ে থামবে। তিনি বলেন, অর্থনীতি বিষয়ে পণ্ডিত আইএমএফ আছে। তারা সংকটের কথা বলেনি, অর্থনীতি সমৃদ্ধ করতে নানারকম পরামর্শ দিয়েছে।

 

বিডি/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর