পাথরবিহীন রেললাইন উদ্বোধন মঙ্গলবার

রবি
০৮ অক্টোবর ২০২৩

পাথরবিহীন রেললাইন চালু করতে যাচ্ছে বাংলাদেশ। চলতি মাসেই চালু হওয়ার কথা রয়েছে এটির। ঢাকা-ভাঙ্গা রেলপথে ৮২ কিলোমিটারের মধ্যে ৩০ কিলোমিটারই পাথরবিহীন। এটি চালু হলে দেশে প্রথমবারের মতো পাথরবিহীন লাইনে ট্রেন চলাচল শুরু হবে।

 

আগামী মঙ্গলবার এ রুটের রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে চলবে জাতীয় ও আন্তর্জাতিক রুটের ট্রেন।

 

রেলের পাথরসহ লাইনের চেয়ে পাথরবিহীন লাইন নির্মাণে খরচ বেশি। তবে মেইন্টেন্যান্স ব্যয় একেবারেই কম; চলাচলও আরামদায়ক। রেলসেতু এবং এলিভেটেড রেললাইন অংশে পাথরবিহীন লাইন নির্মাণ করা হয়েছে।

 

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক- ১ ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেন, আমাদের যে রেললাইন করা হয়েছে, সেটা যে পরিমাণ যাত্রীসহ লোড নেয়ার কথা এবং যে গতিতে যাওয়ার কথা, সেটা সামঞ্জস্যপূর্ণ আছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর