‘খুফিয়ায়’ কি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন বাঁধন?

International
০৮ অক্টোবর ২০২৩

সম্প্রতি বলিউড সিনেমা ‘খুফিয়ায়’ অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এতে তার অভিনয় দক্ষতায় নিয়ে সবাই প্রশংসা করলেও তার চরিত্রটি নিয়ে নেটিজেনদের সমালোচনার ঝড়ে উঠেছে। 

গেল ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অ্যাকশন স্পাই থ্রিলার ঘরানার সিনেমা ‘খুফিয়া’। প্রথমবারের মতো বলিউড সিনেমায় অভিনয় করলেও ওই সিনেমায় বাঁধন বাংলাদেশকে নেতিবাচকভাবে তুলে ধরেছেন। তার উপস্থিতি খুব কম হলেও নেটিজেনদের মন্তব্য সিনেমায় যতক্ষণ তাকে দেখা গেছে, ততক্ষণই তিনি ছিলেন দেশের প্রতি নেতিবাচক ভূমিকায়।

সিনেমায় বাঁধনের চরিত্রের নাম হেনা ওরফে অক্টোপাস। যে কিনা দেশের প্রতিরক্ষামন্ত্রীর বিপক্ষে ও ভারতের পক্ষে কাজ করেছেন। এ সিনেমায় বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রীকে নেতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছে। 

এদিকে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থাকাকালীন সিনেমাটির দৃশ্যপট কতটা যৌক্তিক তা এখন ভাবনার বিষয় দেশের সুশীল সমাজের। 

এছাড়াও সিনেমায় বাঁধনকে একজন সমকামী হিসেবেও দেখানো হয়েছে। বাংলাদেশের পরিবার, সমাজ ও সামাজিক মূল্যবোধ অনুযায়ী বাঁধনের চরিত্রটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। পুরো সিনেমা পর্যালোচনা করলে বিদেশের মাটিতে কি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে ‘খুফিয়া’ সিনেমাটি? 

প্রশ্নবিদ্ধ এ সিনেমায় একজন বাংলাদেশি অভিনেত্রী হয়ে কেন বাঁধন অভিনয় করেছেন এ বিষয়ে সংবাদমাধ্যমে বিস্তারিত না বললেও তার পূর্বের দেয়া সাক্ষাৎকার থেকে জানা যায়, পরিচালক বিশাল ভরদ্বাজ ও বলিউড সিনেমায় কাজ করার আগ্রহ থেকে তিনি এ সিনেমায় অভিনয় করেন।

অন্যদিকে পূর্বে প্রকাশিত হওয়া সংবাদ ও সাক্ষাৎকার থেকে জানা যায়, দেশের ভাবমূর্তি নষ্ট হবে এবং নিজের দেশকে বাজেভাবে উপস্থাপন করা হবে এজন্য এ সিনেমার কাজ করতে না করে দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এরপর সিনেমাটি করতে অস্বীকৃতি জানান বিদ্যা সিনহা মিমও। শেষমেষ এটি বাঁধনের ঝুলিতে গিয়ে পড়ে।

থ্রিলার ঘরানার সিনেমাটিতে বাঁধন ছাড়াও অভিনয় করছেন টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি। 


মন্তব্য
জেলার খবর