শতাধিক ইসরাইলিকে বন্দির দাবি হামাসের

International
০৮ অক্টোবর ২০২৩

ফিলিস্তিন ও দখলদার ইসরাইলের মধ্যে রীতি মতো যুদ্ধ শুরু হয়েছে। ফিলিস্তিনের আকষ্মিক হামলায় বিপর্যস্ত ইসরাইল। হামাসের এমন নজির বিহীন হামলার বিষয়ে কোনো ধারণাই ছিল না মোসাদের। এদিকে হামাস ইসরাইলের ১০০ জন সেনা ও বেসামরিক নাগরিককে বন্দি করেছে বলে দাবি করছে। মাইক্রো ব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্রকে এ তথ্য জানিয়েছে ইসরাইলি দূতাবাস। খবর বিবিসির।

 

বিবিসি জানিয়েছে, ওই পোস্টে আরও লেখা হয়েছে, হামাসের হামলায় এখন পর্যন্ত ৩০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১৮০০ জন। তবে ইসরাইলি কর্তৃপক্ষ এ সংখ্যা এখনও নিশ্চিত করেননি।

 

এদিকে জিম্মি করা ইসরাইলিদের বিনিময়ে দেশটির কারাগারে বন্দি ফিলিস্তিনিদের ছাড়িয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন হামাসের এক শীর্ষ নেতা। তিনি বলেছেন, তারা এ অতর্কিত হামলায় যথেষ্ট পরিমাণ ইসরাইলি সেনাকে বন্দি করেছেন, যা ইসরাইলে বন্দি সব ফিলিস্তিনিকে মুক্ত করতে যথেষ্ট।

 

হামাসের পলিটিক্যাল ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-আরোরি বলেছেন, ‘আমরা বহু ইসরাইলি সেনাদের হত্যা ও বন্দি করেছি। যুদ্ধ চলবে।

 

 

কারবান্দিদের অধিকার নিয়ে কাজ করা এনজিও অ্যাডামিরার তথ্যানুসারে, ইসরাইলের জেলে ৫ হাজার ২০০ জন ফিলিস্তিনি বন্দি  আছেন। তাদের মধ্যে ৩৩ জন নারী এবং ১৭০ জন শিশু।

 

আরআই


মন্তব্য
জেলার খবর