সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল নিরাপত্তার দায়িত্বে পরিচ্ছন্নতাকর্মীরা

নীলফামারী প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩

রেলওয়ের শহর সৈয়দপুরের রেলওয়ে হাসপাতালে সম্প্রতি চোরের উওপাত বেড়েছে। একজন নৈশ প্রহরী দিয়ে বিশাল হাসপাতালের হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা দূরুহ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নৈশ প্রহরীকে তার পেশাগত কাজে সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষ পরিচ্ছন্নতা কর্মীদের।

এদিক রাতে পরিচ্ছন্নতা কর্মীদের অবস্থানের জন্য হাসপাতালের বাবুর্চিখানা সংলগ্ন জায়গায় অস্থায়ী ছাউনি তৈরি করা হচ্ছে।

জানা যায়, গত একসপ্তাহে হাসপাতালে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়। এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করতে উদ্যোগ গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারে দায়িত্বে থাকা বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডা. আনিসুল ইসলাম বলেন, এতবড় হাসপাতাল পাহারায় মাত্র একজন নৈশ প্রহরী কর্মরত। নতুন করে জনবল নিয়োগ দেওয়া না হলে শূন্যতা পূরণ সম্ভব নয়। আবার সহসা নিয়োগ দেওয়ায় যাবে না। এমতাবস্থায় সাময়িক ব্যবস্থা স্বরূপ পরিছন্নতা কর্মীদের কাজে লাগানো হয়েছে।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর