টিকা নিয়েছেন প্রায় ৪৪ লাখ

১৫ মার্চ ২০২১

সারা দেশে করোনার টিকা নিয়েছেন ৪৩ লাখ ৯৮ হাজার ৯৪ জন। এর মধ্যে  মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৮৮৯ জনের। রোববার (১৪ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মোট টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৯৪ হাজার ১১১ জন এবং নারী ১৬ লাখ ৩ হাজার ৯৮৩ জন। টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ৫৬ লাখ ৮০ হাজার ৬৪৩ জন।

৭ ফেব্রুয়ারি সারা দেশে এই টিকা দেওয়া শুরু হয়।শুক্রবার বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত  সরকারি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার টিকা দেওয়া হয় না। 
 
 স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার টিকা নিয়েছেন ৯৫ হাজার ৬৭৫ জন।  এর মধ্যে বিভাগভিত্তিক টিকা নিয়েছেন ঢাকায় ৩০ হাজার ৩০৩ জন, ময়মনসিংহে ৪ হাজার ৯৫৭ জন, চট্টগ্রামে ১৬ হাজার ৭২ জন, রাজশাহীতে ১১ হাজার ৯৫৮ জন, রংপুরে ১২ হাজার ৯৩৫ জন, খুলনায় ১২ হাজার ৯৩৩ জন, বরিশালে ৩ হাজার ৩৫৬ জন এবং সিলেটে ৩ হাজার ৭০১ জন।

এমকে


মন্তব্য
জেলার খবর