দেশে অর্থনৈতিক সংকট সৃষ্টির কারণ হিসেবে বৈশ্বিক ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কথা অনেকে বললেও বিষয়টি আসলে তা নয়। এ সমস্যাগুলো সৃ্ষ্টি হয়েছে দেশের অভ্যন্তরীণ কারণে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে।
রোববার (৮ অক্টোবর) দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে এমন মন্তব্য করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। রাজধানী ঢাকার মহাখালীতে ব্যাক ইন সেন্টারে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে সাউথ এশিয়ান ইকোনমিক মডেলিং ( সানেম) ও বিশ্বব্যাংক।
আহসান এইচ মনসুর বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক ব্যবস্থাপনায় রাজনৈতিক নেতৃত্ব নেই। সংকটময় এ পরিস্থিতিতে নেই কোনো স্বল্প মেয়াদী পরিকল্পনা। অথচ অনেক আগেই দেশের আর্থিক খাতের সংস্কার করা উচিত ছিল ।
সংকট কাটাতে করণীয় প্রসঙ্গে বলেন, জরুরি ভিত্তিতে হুন্ডির মাধ্যমে টাকা পাচার বন্ধ করতে হবে। রাজস্ব বাড়াতে হবে, পরিবর্তন করতে হবে সরকারের নীতিগত সিদ্ধান্ত।
সেমিনারে উপস্থিত ছিলেন- সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার প্রমুখ।
বিডি/ই/ এমকে