মন্তব্য
সোমবার (৯ অক্টোবর) থেকে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি। এ দরে টিসিবির কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবে। রোববার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
টিসিবি বলছে, কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এ পেঁয়াজ বিক্রি করবে তারা। সোমবার থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে।
বিডি/সি/এমকে