কৃষি মন্ত্রণালয় দেশে নতুন জাতের পেঁয়াজ আবিষ্কারের চেষ্টা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেছেন, আগামী দুই বছরের মধ্যে এ পেঁয়াজ বাজারে আসবে। তখন পেঁয়াজ আমদানি করতে হবে না।
রোববার (৮ অক্টোবর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বৈঠকে উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী জানান, পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনা হয়েছে। এ প্রযুক্তি অনুসরণ করলে পাঁচ শতাংশও পচবে না পেঁয়অজ। এ প্রযুক্তি অনুসরণ করতে পারলে আগামী দুই বছরের মধ্যে বিদেশ থেকে কোনও পেঁয়াজ আমদানি করতে হবে না। দন বেধে দেওয়ার পরও পেঁয়াজ-আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পারাটা আমাদের দুর্বল দিক, উল্লেখ করেন মন্ত্রী আব্দুর রাজ্জাক।
কৃষিমন্ত্রী বলেন, সার্বিক অর্থনৈতিক মূল্যস্ফীতির কারণে দেশে সবজিসহ অনেক জিনিসপত্রের দাম কমানো যাচ্ছে না। এসব পণ্যের দাম বেশি জ্বালানি তেলের দামের কারণে । শীত আসলে অনেক পণের দাম কমবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী আব্দুর রাজ্জাক।
বিডি/এন/এমকে