সম্প্রতি ভুমিকম্পে ব্যাপক ক্ষতি হয়েছে আফগানিস্তানে। বাংলাদেশের বিপক্ষে
আফগানিস্তানের যেদিন ম্যাচ ছিল ওই দিনই ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে
দেশটিতে। এরইমধ্যে মৃত্যুর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। দেশের এমন পরিস্থিতিতে অসহায়
মানুষের পাশে দাঁড়িয়েছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান। চলমান বিশ্বকাপ থেকে পাওয়া
ম্যাচ ফির পুরোটা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে নিজেই এ কথা জানিয়েছেন।
ওই পোস্টে রশিদ খান লিখেছেন, ‘আফগানিস্তানের পশ্চিম প্রদেশে ভূমিকম্পের
করুণ পরিণতি সম্পর্কে জেনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যার্থে
বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। শিগগিরই সাহায্য করতে পারবে এমন লোকদের
নিয়ে আমরা তহবিল গঠন করব।’
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে
নিহতের সংখ্যা বেড়ে ২ হাজারে পৌঁছে গেছে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া ভূমিকম্পে শত
শত মানুষ আহত হয়েছেন। পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। গত দুই দশকের মধ্যে দেশটিতে
আঘাত হানা সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা
হচ্ছে।
শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে
ওই ভূমিকম্প আঘাত হানে।
আরআই