মন্তব্য
সদ্য় মুক্তিপ্রাপ্ত ছবি ‘রুহি’ র প্রমোশন নিয়ে ছবির কলাকুশলীদের পাশাপাশি বেশ ব্যস্ত ছিলেন জাহ্নবি কাপুর। ছবির মুখ্য় চরিত্র হওয়ার কারণে প্রমোশনের সময়ও নিজেকে পুরোপুরি পরিপাটি দেখানোর জন্য়ও তৎপর ছিলেন তিনি। সিনেমা মুক্তির আগে একের পর এক প্রমোশন চলার জন্য পোশাক পরিবর্তনের সময়টুকুও যেন পাচ্ছেন না। তিনি যদি এক পোশাকে ক্যামেরার সামনে বারবার ধরা দেন, তাহলে লোকে কী বলবে?
আর সেই কারণেই গাড়িতেই পোশাক বদলাতে বাধ্য হলেন জাহ্নবি । সম্প্রতি জাহ্নবি একই সঙ্গে চারটি ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। প্রথম দুটি ছবিতে মিনি সিকুইনড স্কার্ট এবং বো টপের সঙ্গে দেখা মিলেছে জাহ্নবি কাপুরের। সেই ফটোশুটের পরই হাঁফিয়ে পড়েন অভিনেত্রী। এর পরই গাড়িতে গিয়ে বাধ্য হয়ে পোশাক বদলান।