পাবনার আটঘরিয়ার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পেশাজীবী কল্যাণ সমিতির উদ্যোগে এ সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার (০৯ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান।
বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি ও অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. জাহাঙ্গীর আলম, সম্পাদক পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রফেসর মো. মাহবুব আলম, কোষাধ্যক্ষ পাবনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. আশরাফ আলী, বিটিভির নির্বাহী প্রযোজক মো. শামসুল আলম, প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন খান, প্রধান শিক্ষক মাহাবুবা মায়া , অডিট অফিসার মো. হাসান ইমাম বুলবুল প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আফতাব হোসেন।
আলোচনা সভা শেষে ২০২২ সালের বার্ষিক পরীক্ষায় সপ্তম ও অষ্টম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি/আফতাব হোসেন/সি/এমকে