মন্তব্য
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হুইল চেয়ারে বসেই কলকাতায় রোড শো করেছেন। আজ রবিবার কলকাতার মেয়ো রোডে গান্ধী ভাস্কর্যের পাদদেশ থেকে হাজরা পর্যন্ত রোড শো করে তৃণমূল কংগ্রেস। হুইল চেয়ারে বসে এ রোড শোর নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী মমতা।
প্রথমে কালীঘাটের বাড়ি থেকে গাড়িতে মেয়ো রোডে পৌঁছান মমতা। সেখানে গাড়ি থেকে নেমে নীল-সাদা হুইল চেয়ারে বসে রওনা দেন গান্ধী মূর্তির দিকে। এরপর সেখান থেকে মিছিলের সূচনা করেন তিনি। এ সময় তার পায়ে ছিল বিশেষ জুতা। মেয়ো রোড থেকে শুরু হয়ে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে রোড শো।
এনডিটিভি