পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ সমাবেশ হয়। তার আগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে পঞ্চগড় জেলা বিএনপি। বিক্ষোভ মিছিল শুরুর আগে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।
ওদিকে সমাবেশে বক্তব্য দেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক এ্যাড.আদমসুফী প্রমূখ।
বক্তারা অবিলম্বে আওয়ামী সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। সমাবেশে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিডি/ সম্রাট হোসাইন/সি/এমকে