ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বলেছেন, যুক্তরাষ্ট্র যে কোনো দেশের গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আধিপত্য বিস্তার করে- এমনটা কেউ কেউ ভাবলেও এটা কখনো আধিপত্য নয়। এটা আসলে সারা বিশ্বের মানবাধিকারের জন্য একটা সাধারণ অধিকার। এ বিষয়ে বিশ্বের প্রতিটি রাষ্ট্রই সম্মত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) বে অব বেঙ্গল সম্মেলনের ‘ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রতিযোগিতা’ শীর্ষক অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন হয়, আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)।
দেশে দেশে গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ব্যাখ্যা দিয়ে পিটার হাস আরও জানান, বিশ্বে মানবাধিকার নিশ্চিত করার অঙ্গীকার সবার রয়েছে। যুক্তরাষ্ট্র একনায়কতন্ত্র বিরোধী- ওইসব ধারণার জায়গায় প্রতিযোগিতা করে, যেখানে একনায়কতন্ত্র চলে।
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস জানান, বাংলাদেশ পূর্ব বা পশ্চিম- কাকে অনুসরণ করবে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে তারা যুক্তরাষ্ট্রের ধারণা বিশ্বাস করে কিনা বা একনায়কতন্ত্রে বিশ্বাস করে। এটা বাংলাদেশের সিদ্ধান্ত, তারা কী করবে।
অধিবেশনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরমি ব্রুয়ার প্রমুখ বক্তব্য দেন।
বিডি/এন/এমকে