খালেদাকে বিদেশে পাঠানোর অনুমতির দাবিতে নওগাঁয় বিএনপির বিক্ষোভ

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৩

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি প্রদানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে।

নওয়া জেলা বিএনর উদ্যোগে সোমবার ( অক্টোবর) শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ হয়।

জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সানি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, বিএনপি নেতা রেজু শেখ, বেলাল, মামুনুর রহমান রিপন, ভিপি রানা প্রমুখ। জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ সঞ্চালনা করেন সমাবেশ।

এর আগে কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এক জায়গায় জড়ো হয়।

 

 

 


মন্তব্য
জেলার খবর