নিরপেক্ষ নির্বাচনে জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ আ. লীগ: ওবায়দুল কাদের

রবি
০৯ অক্টোবর ২০২৩

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে জনগণের কাছে আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ। তবে বিএনপির সাথে সমঝোতার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ। আমরা সেভাবেই কাজ করছি। তাদের কথাবার্তা পজিটিভ মনে হয়েছে।

 

সোমবার দুপুরে প্রায় তিন ঘণ্টা রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আওয়ামী লীগের সাথে বৈঠকের পর ওবায়দুল কাদের এসব কথা বলেন।

 

বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, প্রতিনিধি দল আমাদেরকে বলেছে, তারা কোনো বিষয়ে মধ্যস্থতা করতে আসেননি। তারা কোনো পক্ষ নিয়ে এসেছে, এমন মনে হয়নি। প্রতিনিধি দলকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়ে কথা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে জাতির কাছে প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, তা আমরা প্রতিনিধিদের জানিয়েছি।

 

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন ওবায়দুল কাদের। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

 

আরআই


মন্তব্য
জেলার খবর