মন্তব্য
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ-৫ (সদর) আসনের সনাতন ধর্মাবলম্বী নেতাদের এবং স্থানীয় পূজামন্ডপ কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন আগামী জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ।
সোমবার (৯ অক্টোবর) শহরের পুরাতন রেজিষ্ট্রি অফিস চত্বরে তার মতবিনিয়ম সভা হয়। দেওয়ান ছেকার আহমেদ শিষাণ বর্তমানে পৌর আওয়ামী লীগের সভাপতি।
সভায় ১২১টি পূজামন্ডপ কমিটির সদস্যরা ছাড়াও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী, শাকিল আহম্মেদ বাদল, ৫নং ওয়ার্ড কমিশনার মো. মজনু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন। সভা শেষে ১২১টি পূজামন্ডপে নগদ অর্থ প্রদান করেন শিষাণ।
বিডি/সি/এমকে