দেশে বৈদেশিক মূদ্রার রিজার্ভ কমেছে। রিজার্ভ এখন যা আছে, তার চেয়ে কমে গেলে বিপদ হতে পারে। তাই নীতি-নির্ধারকদের রিজার্ভ বাঁচাতে আমদানি নিয়ন্ত্রণ করতে হবে।
রিজার্ভ নিয়ে বিপদের আশঙ্কা প্রকাশসহ রিজার্ভ বাঁচাতে আমদানি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. অধ্যাপক রেহমান সোবহান। সোমবার (৯ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের উদ্ধৃতি দিয়ে বিশিষ্ট এ অর্থনীতিবিদ বলছেন, এখন রিজার্ভ আছে ১৮ বিলিয়ন ডলার। রিজার্ভ যদি ১০ বিলিয়ন ডলারও হয়, তখন আইএমএফের সহায়তা পাওয়া যাবে না।
অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, দেশে রেমিট্যান্স কমে যাচ্ছে। তার মানে দেশে রেমিট্যান্স আসা বাস্তবে কমে গেছে, সেটা নয়। তিনি বলেন, রেমিট্যান্স আনুষ্ঠানিক পথে না এসে অনানুষ্ঠানিক (হুন্ডি) পথে আসছে। ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভে জমা না হয়ে হুন্ডিতে জমা হচ্ছে। বাংলাদেশের বাইরে জমা হচ্ছে। বিদেশে অর্থ পাচারকারীদের জন্য এটা সুবিধাজনক হয়েছে।
দেশের আর্থিক খাতের সংস্কৃতিতে বড় পরিবর্তন এসেছে জানিয়ে এ অর্থনীতিবিদ বলেন, ঋণ নেওয়ার পর ফেরত না দেওয়াটা এখন নিয়মে পরিণত হয়েছে। এসব যারা করছেন, তারা নিজেদের বড় রাজনীতিক হিসেবে পরিচয় দিচ্ছেন।
চলমান ডলার সংকট নিরসনে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিয়ন্ত্রণের পরামর্শ দেন প্রবীণ এ অর্থনীতিবিদ। বলেন, এখন দেশে অর্থনৈতিক উন্নতি হলেও এর সুফল সবাই সমহারে পাচ্ছে না। এ ধরনের আয় বৈষম্য বজায় রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন তিনি।
বিডি/ই/এমকে