চামড়া ও চামড়াজাত পণ্যকে দেশের ‘ব্ল্যাক গোল্ড’ হিসেবে অভিহিত করেছেন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, সরকার আগামী ২০৪১ সালের মধ্যে সার্বিক রফতানি
৩০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। আর এ লক্ষ্যে পোশাক শিল্পের পাশাপাশি গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করবে চামড়া শিল্প।
সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘চতুর্থ বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড
লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’-ব্লিস-২০২৩ উপলক্ষে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার
ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) আয়োজিত
সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, চামড়া শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি আয়কারী খাত। রফতানি
আরও বাড়াতে বিদেশি ক্রেতা, আন্তর্জাতিক ব্র্যান্ডস ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে
সরকার নানা উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ব্যবসাবান্ধব নীতি সহায়তাও দেয়া হচ্ছে।
বাংলাদেশের বাংলাদেশের চামড়ার মান অত্যন্ত উন্নত উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী
বলেন, বিদেশে আমাদের চামড়া ও চামড়াজাত পণ্যের প্রচার প্রচারণা ও ব্র্যান্ডিংয়ের
অভাব রয়েছে। দেশের চামড়াখাতকে আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ড সামনে উপস্থাপনের জন্য
ব্লিস-২০২৩ হতে পারে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী
টিপু মুনশি বলেন, দেশের রফতানিমুখী চামড়া পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ৯৮ শতাংশতেই
কমপ্লায়েন্স নিশ্চিত করা হয়, যা আমাদের জন্য গর্বের।
আরআই