ইসরাইলে হামাসের হামলার পর ইসরাইলি স্টক এবং বন্ডের দাম কমে গেছে। সেই সাথে
বন্ধ হয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানও। এদিকে ইসরাইলি মুদ্রা শেকেলের মান ধরে রাখতে ৩০
বিলিয়ন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা খোলাবাজারে বিক্রির ঘোষণা দিয়েছে ব্যাংক অব ইসরাইল।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, তেল আবিবের
মূল সূচক প্রায় ৭ শতাংশ কমেছে। এদিকে ব্যাংকিং শেয়ারের দাম ৯ শতাংশ কমে ঠেকেছে ২ দশমিক
২ বিলিয়ন শেকেল (৫৭৩ মিলিয়ন মার্কিন ডলার)। এছাড়া ইসরাইলে কয়েক দশকের মধ্যে হওয়ার সবচেয়ে
বড় এ রক্তক্ষয়ী হামলার প্রাথমিক প্রভাবে সরকারি বন্ডের দাম প্রায় ৩ শতাংশ কমে গেছে।
যদিও রোববার বৈদেশিক মুদ্রার বাজার বন্ধ ছিল, তার সত্ত্বেও ইসরাইলি সরকারের
বেশ কিছু পরিকল্পনার প্রভাবে ইতোমধ্যে ইসরাইলি মুদ্রা শেকেলের দাম চলতি বছরের সবচেয়ে
দুর্বল পর্যায়ে নেমে গেছে।
লিডার ক্যাপিটাল মার্কেটসের প্রধান অর্থনীতিবিদ জোনাথন কাটজ বলেছেন, এ বারের
সহিংসতা আগের যে কোনো সময়ে হওয়া সহিংসতার তুলনায় গুরুতর এবং এটি দীর্ঘদিন ধরে চলবে।
কাজেই এ বিষয়টি স্পষ্ট যে এর আরও নীতিবাচক প্রভাব পড়বে দেশটির অর্থনীতি ও আর্থিক বাজেটে।
যে কোনো সময়ে ব্যাংক অব ইসরাইলের বৈদেশিক মুদ্রা বিক্রির সিদ্ধান্ত নিতে পারে।
দেশটির অর্থমন্ত্রী বেজালের স্মোট্রিচ জানিয়েছেন, যুদ্ধ পরিচালনায় সহায়তার
জন্য প্রয়োজনীয় বাজেট দ্রুত সরবরাহে মন্ত্রণালয়ের বিভাগ প্রধানদের নির্দেশনা দেয়া
হয়েছে।
আরআই