বিশ্বকাপের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। তুলনামূলক কম শক্তিশালী আফগানিস্তানকে
হারায় বাংলাদেশ। আজ বাংলাদেশ মোকাবেলা করবে ইংল্যান্ডকে। আজকের ম্যাচটা অতটা সহজ হবে
না। বেশ কঠিনই হবে। কারণ পরিসংখ্যানে বেশ এগিয়ে দলটি। তবে তাদেরকে হারানোর ক্ষমতা আছে
টাইগারদের। ধর্মশালায় মঙ্গলবার বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়
বেলা ১১টায়।
পরিসংখ্যানে যতই এগিয়ে থাকুক ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ তিন দেখায় ইংল্যান্ডকে
দুইবার হারিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ আসরে তেমন পাত্তা না
পেলেও ভারতের কন্ডিশনে ইংলিশদের হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। আন্তর্জাতিক ওয়ানডেতে
পিছিয়ে থাকলেও, বিশ্বকাপের পরিসংখ্যানে সমানে সমান বাংলাদেশ-ইংল্যান্ড। ৪ বারের দেখায়
২ বার টাইগাররা আর ২ বার জয় পেয়েছে ইংল্যান্ড।
তবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে বাংলাদেশ।
এখন পর্যন্ত ২৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে ইংল্যান্ডের জয় ১৯ ম্যাচে আর
বাংলাদেশের জয় কেবল ৫ ম্যাচে।
এদিকে ইংল্যান্ড ও বাংলাদেশের ম্যাচের মধ্যে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন
সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। তবে ম্যাচটা যে তাদের জন্য কঠিন হবে তাও জানিয়ে দিয়েছেন
তিনি। মরগ্যান বলেছেন, 'অবশ্যই বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। খেলা যেখানেই হোক না কেন।
তবে মনে হচ্ছে এখানকার কন্ডিশন ইংল্যান্ডকে একটু সুবিধা দেবে। দিনের বেলা বল একটু বেশি
বাউন্স করতে পারে। আর বলে বাউন্স থাকলে ইংল্যান্ড কিছুটা বেশি সুবিধা পেতে পারে। আফগানিস্তানের
বিপক্ষে বাংলাদেশের স্পিনাররা দারুণ বোলিং করেছে। তারা চাপের মধ্যে বেশ ভালো লড়াই করতে
পারে। পরিস্থিতি আফগানিস্তানের মতো হলে, ইংল্যান্ড কিছুটা বেশি সুবিধা পাবে।'
ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব
আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ,
শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।