গানে নিষেধাজ্ঞা মূল্যায়নের ঘোষণা

১৫ মার্চ ২০২১

আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে, মেয়েদের প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ করে সম্প্রতি যে ঘোষণা তারা দিয়েছিল, সেটি তারা মূল্যায়ন করে দেখবে।

নতুন বিবৃতিতে রোববার মন্ত্রণালয় জানায়, এই ঘোষণা তাদের নিজেদের অবস্থানকে প্রতিফলিত করছে না। ঘোষণাটি মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও মন্ত্রণালয় জানায়।

কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয় এক আদেশ জারি করে যেখানে বলা হয়, ১২ বছরের বেশি বয়সী কোনও স্কুলছাত্রী আর প্রকাশ্যে গান গাইতে পারবেন না। বিশেষ করে পুরুষদের সামনে কোনোভাবেই গান গাওয়া যাবে না। এমনকি পুরুষ শিক্ষকরা স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না। 

বিবিসি  ও ডয়চে ভেলে


মন্তব্য
জেলার খবর