২৭০ মোবাইল ফোন খুঁজে বের করে দিল পুলিশ

সাতক্ষীরা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৩

সাতক্ষীরায় চুরি যাওয়া ২৭০টি মোবাইল ফোন উদ্ধার করে ফোনগুলোর মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। একই সঙ্গে প্রতারণার মাধ্যমে  বিকাশে হাতিয়ে নেওয়া লাখ ৪০ হাজার ২০০ টাকাও উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে  সাতক্ষীরা পুলিশ লাইন কনফারেন্স হল রুমে আনুষ্ঠানিকভাবে মোবাইল টাকা হস্তান্তর করা হয়।

এদিকে চুরি যাওয়া মোবাইল ও নগদ অর্থ ফিরে পেয়ে সন্তোস প্রকাশ করেছেন ফোনের মালিকসহ প্রতারণার শিকার হওয়া ব্যাক্তিরা।

জেলা পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে এসব ফোন উদ্ধার করা সম্ভব হয়। গত আগস্ট সেপ্টেম্বর মাসে ফোনগুলো  চুরি হয়েছিল। তাদের ফোন উদ্ধার সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রত্যেকের মূল্যবান জিনিসপত্রের প্রতি যত্নবান হওয়ার আহবান জানান তিনি।

মোবাইল টাকা হস্তান্তরকালে জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সহকারি পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা গোয়ান্দা পুলিশ পরিদর্শর তারেক ফয়সাল বিন ইবনে আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বিডি/কিশোর কুমার/ সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর