পদ্মায় সেতুতে রেল যোগাযোগের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৩

পদ্মা সেতুতে ট্রেন যোগাযোগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশ থেকে রেলসংযোগ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ রেলপথ চালু হওয়ায় মুন্সীগঞ্জ, শরীয়তপুর মাদারীপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ উপকৃত হবেন।

পদ্মা সেতুতে ট্রেন যোগাযোগের উদ্বোধন উপলক্ষ্যে সড়কপথে মাওয়ায় সুধী সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেনসেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ- আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বি এম ফজলে করিম চৌধুরী প্রমুখ।

শুরুতে পদ্মা সেতু দিয়ে পাঁচটি যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে খুলনা-ঢাকা রুটের দুইটি আন্তনগর ট্রেন চিত্রা, ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস চলাচল করবে। ঢাকা-কলকাতা রুটের আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেসও পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে। রাজশাহী থেকে গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করা আন্তনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে পদ্মা সেতু দিয়ে ঢাকা রুটে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর