দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৩

পিটিশনারদের আইনজীবীরা যুক্তি দেওয়ার আগেই আপনি (রাষ্ট্রপক্ষের আইনজীবী) কেন লাফিয়ে উঠলেন? (আপনারা) দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের দণ্ডের বিরুদ্ধে আপিল ও জামিন সংক্রান্ত আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে এভাবেই তিরস্কার করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন দেন। তাদের ১০ হাজার টাকা জরিমানার আদেশও স্থগিত করেছেন আদালত। এর আগে আইসিটি আইনের একটি মামলায় সম্প্রতি তাদের দুই বছরের কারাদণ্ডসহ অর্থদন্ড দেন নিম্ন আদালত।

জানা গেছে, হাইকোর্টে তাদের আপিল জামিন আবেদন উপস্থাপন শুরু করেন জ্যেষ্ঠ আইনজীবী জে মোহাম্মদ আলী। সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম জামিন আবেদনের বিরোধিতা করেন। বলেন, জামিন আবেদনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি আছে। তখন আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তিরস্কার করেন।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর