নিরামিষের বদলে আমিষ পিজ্জা দেয়ায় মামলা

১৫ মার্চ ২০২১

নিরামিষ পিজ্জা অর্ডার করে আমিষ পিজ্জা পেলে অনেকেই খুব খুশি হবেন। কিন্তু এমন ভুল করে ১ কোটি রুপি জরিমানা দেয়ার মুখে পড়েছে একটি পিজ্জা কোম্পানি। ভুল করার দায়ে ওই কোম্পানির বিরুদ্ধে ১ কোটি রুপি ক্ষতিপূরণের মামলা করেছেন ভারতের উত্তরপ্রদেশের এক নারী।

তার অভিযোগ, আজীবন তারা নিরামিষভোজী। মাংস দেওয়া পিজ্জা খাওয়ার ফলে এরপর থেকে সারাজীবন তাকে প্রায়শ্চিত্ত করে যেতে হবে। এ কারণে দিল্লির এক জেলা আদালতে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন ওই নারীর আইনজীবী। আদালত অভিযোগ শোনার পর ওই কোম্পানির কাছে লিখিত জবাব চেয়েছে।

সংবাদ প্রতিদিন


মন্তব্য
জেলার খবর