ফিলিস্তিনকে সমর্থন করে কাজ হারালেন মিয়া খলিফা

International
১০ অক্টোবর ২০২৩

ইসরাইল-ফিলিস্তিনের যুদ্ধে প্রাক্তন নীল ছবির তারকা মিয়া খলিফা সমর্থন করেছেন ফিলিস্তিনকে। আর এজন্য তাকেও মাশুল দিতে হলো। ফিলিস্তিনদের সমর্থন জানানোর জন্য কাজ হারিয়েছেন মিয়া খলিফা।

রেডিওর সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে ব্যবসা নিয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল মিয়া খলিফার। কিন্তু প্রাক্তন পর্ন তারকা বার বার ফিলিস্তিন সমর্থনে টুইট করায় তার বিজনেস ডিলটি বাতিল করে দেন টড।

বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে আছে মধ্য প্রাচ্যের দুই দেশ ইসরাইল এবং ফিলিস্তিন। তাদের মধ্যে ফের সংঘাত বাঁধায় নতুন করে  শুরু হয়েছে রক্তপাত। প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। আর এই ঘটনা নিয়ে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বারবার টুইট করছেন মিয়া খালিফা। 

 এক টুইটে মিয়া খলিফা লেখেন, 'ফিলিস্তিনের অবস্থা দেখেও যদি আপনি ফিলিস্তিনকে সমর্থন না করেন তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে আছেন। আর ইতিহাস এটা ঠিক প্রমাণ করে দেবে।'

আরও এক টুইটে তিনি লেখেন, 'কেউ প্লিজ ফিলিস্তিনের বিপ্লবীদের বলুন তাদের ফোন ঘুরিয়ে হরাইজন্টাল ভাবে ভিডিও রেকর্ড করতে।'

 এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিয়া খলিফাকে বাদ দিলেন টড শাপিরো। তিনিও টুইট করে লেখেন, 'কী ভয়ঙ্কর একটা টুইট মিয়া খলিফা। এসব দেখে তোমাকে এখনই বরখাস্ত করা হল। জাস্ট অসহ্য একেবারে। দয়া করে একটু মানুষ হও। তুমি মৃত্যু, ধর্ষণ, মারামারি, বন্দি বানানো এগুলোকে সমর্থন করছ! কোনও ভাষা নেই। এই কঠিন সময় মানুষ হিসেবে আমাদের একে অন্যের পাশে থাকা উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তুমি মানুষের মতো মানুষ হও।'  

যদিও এই টুইটের পর এখনও মিয়া খালিফা উত্তর দিয়েছেন। বলেছেন তার কাছে ভিডিও আছে, কেউ যেন চাপ না নেয়। ইতিহাস প্রমাণ করবে যে কীভাবে ওরা বর্ণবাদের হাত থেকে নিজেদের উদ্ধার করেছিল। 


মন্তব্য
জেলার খবর