মাদ্রাসার গভর্নিংবডির সভাপতিকে মারপিট করলেন অধ্যক্ষ

পঞ্চগড় প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৩

পঞ্চগড়ে ভাউলাগঞ্জ দারুচ্ছালাম নেছারিয়া আলিম মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি আজম উল করিমকে মারপিট করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ওই প্রতিষ্ঠানেই ঘটনাটি ঘটে।

মাদ্রাসার আয়-ব্যয় নিয়ে হিসাব চলাকালে অধ্যক্ষ আজিবূর রহমান তার উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। আজম উল করিম চিলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

জানা গেছে, মঙ্গলবার গভর্নিংবডির সভায় মাদ্রাসার আয় ব্যয় নিয়ে আলোচনা হয়। আলোচনাকালে মাদ্রাসার মালিকানাধীন দোকান ভাড়া জামানতের বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আজিবূর রহমানের কাছে জানতে চাওয়া হয়। এ সময় সভাপতির উপর ক্ষিপ্ত হয়ে উঠেন অধ্যক্ষ। এরপর দু’জনের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে সভাপতির উপর হামলা করেন অধ্যক্ষ। পরে সভাপতিকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মুঠোফোনে বারবার অধ্যক্ষ আজিবুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর