সরকারের সমন্বিত পদক্ষেপের ফলে গত ১৫ বছরে ইলিশের উৎপাদন বেড়েছে বলে মন্তব্য
করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। এর ফলে ইলিশের দাম সহনী পর্যায়ে
রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
বুধবার (১১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাণিসম্পদমন্ত্রী
এসব কথা বলেন।
আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময়
কেউ যাতে ইলিশ আহরণ করতে না পারে, সেজন্য জল, স্থল ও আকাশপথে পর্যবেক্ষণ চালানো হবে
বলে জানান মন্ত্রী।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘ইলিশ সম্পদের উন্নয়নে সরকার সমন্বিত কার্যক্রম
বাস্তবায়ন করায় ইলিশের উৎপাদন আশাতীতভাবে বেড়েছে। বিগত ২০০২-০৩ অর্থবছরে ইলিশের উৎপাদন
উদ্বেগজনকভাবে কমে ১.৯৯ লাখ মেট্রিক টনে পরিণত হয়েছিল।
‘পরে ২০০৮-২০০৯ অর্থবছরে ইলিশের আহরণ ছিল ২.৯৮ লাখ মেট্রিক টন। বর্তমান
সরকারের গৃহীত পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ইলিশের আহরণ বেড়ে ২০২২-২৩ অর্থবছরে ৫.৭১ লাখ
মেট্রিক টনে উন্নীত হয়েছে। বিগত ১৫ বছরে ইলিশের উৎপাদন প্রায় ৯২ শতাংশ বেড়েছে।’
মৎস্যমন্ত্রী বলেন, ‘যারা আইন মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া
হবে। ভ্রাম্যমাণ আদালত চালানোর পাশাপাশি মামলা দেয়া হবে। বিভিন্ন মোহনায়ও আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীরা কর্মকর্তারা নিয়োজিত থাকবেন।’
মন্ত্রী আরও বলেন, যারা ইলিশ আহরণ থেকে বিরত থাকবেন, তাদের ভিজিএফ সহায়তা
দেয়া হয়েছে। এরই মধ্যে এ সহায়তা উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।
আরআই