মৌসুমি বায়ু বিদায় নিতে চলেছে। বিদায়ে নিতে চলেছে বর্ষা। তবে মৌসুমি বায়ু
বিদায় নেওয়ার আগে দেশের আট বিভাগের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমনটাই জানিয়েছে
আবহাওয়া অফিস। বুধবার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা
স্বাক্ষরিত দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পশ্চিমবঙ্গ এবং
বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর
পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল
অবস্থায় রয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ,
খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি
ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও
মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আরআই