সেপ্টেম্বরের মধ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন

১৫ মার্চ ২০২১

চলতি বছরের সেপ্টেম্বরেই কমপক্ষে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা করছে ইতালি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিই সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে।

মন্ত্রিসভার দেয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন ৫ লাখ ডোজ ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। দেশটির আর্মি জেনারেল এবং করোনাভাইরাস বিষয়ে বিশেষ কমিশনার ফ্রান্সেসকো পাওলো ফিগলিওলো এ বিষয়ের একটি জাতীয় পরিকল্পনা প্রকাশ করেছেন।

গত কয়েকদিনে ইতালিতে নতুন করে সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে। এর মধ্যেই ভ্যাকসিন কার্যক্রম আরও বিস্তৃত করার ঘোষণা দেয়া হলো। দেশটিতে প্রতিদিন ২৫ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে। মারা যাচ্ছেন তিনশ’রও বেশি মানুষ। 


মন্তব্য
জেলার খবর