মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ

রবি
১১ অক্টোবর ২০২৩

২২ দিনের জন্য নিষিদ্ধ হচ্ছে ইলিশ শিকার। আজ বুধবার মধ্যরাত থেকে কোনো জেলেকে ইলিশ ধরার অনুমতি দেওয়া হবে না। ইলিশ যাতে নিরাপদে প্রজনন করতে পারে এ জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার এ সময় ইলিশসহ সকল প্রকার মাছ ধরা, পরিবহন, ও বিক্রি করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।

 

আরোপিত এ নিষেধাজ্ঞা না মানলে আইনে এক থেকে দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

 

এ নিষেধাজ্ঞা থাকবে উপকূলীয় ইলিশ প্রজননক্ষেত্রের সাত হাজার বর্গকিলোমিটার এলাকায়। মা ইলিশ রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

 

ইলিশ আহরণে বিরত থাকা সরকারিভাবে নিবন্ধিত জেলেদের সরকার খাদ্য সহায়তা হিসেবে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল দেবে।

 

 

ইলিশ ধরা বন্ধের এই কয়েক দিনে জেলেদের জন্য ভিজিএফের পরিমাণ ২০ কেজি থেকে বাড়িয়ে ২৫ কেজি করা হয়েছে। এর আওতায় ৫ লাখ ৫৫ হাজার জেলে পরিবারকে ১৩ হাজার ৮৭২ মেট্রিক টন খাদ্যসহায়তা দেওয়া হবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর