পঞ্চগড়ে ঝড়ো হাওয়ায় নিজের শয়ন ঘর ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন দিনমজুর সহিদা বেগম। অর্থের অভাবে ঘর মেরামত করতে না পেরে ছেলে-মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। সহিদা বেগম পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের লস্কর পাড়া এলাকার মৃত দেবারুর স্ত্রী।
জানা গেছে, স্বামীর মৃত্যুর পর সহিদা বেগম এক ছেলে-মেয়ে নিয়ে অতি কষ্টে দিনানিপাত করেন। বাড়ির দুটি টিনের ঘরই নির্মাণ করা হয় ঋণ নিয়ে। সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সেই ঘর দুটি ভেঙে পড়ে।
ভুক্তভোগী সহিদা বেগম বলেন, কিভাবে ঘর ঠিক করবো। টাকা পয়সা নেই। মানুষের বাড়িতে কাজকর্ম করে পরিবার চলে। ইউএনও স্যারের কাছে গিয়েছিলাম। এখন পর্যন্ত তারা কোন কিছু সাহায্য সহযোগিতা করেনি।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, মহিলাটি খুব অসহায়। ঝড়ো হাওয়ায় তার ঘর দুটি ভেঙে যাওয়ায় সাহায্যের জন্য আবেদন করেছেন। আমি চেয়ারম্যানের সাথে পরামর্শ করেছি। তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন জানান, এ অর্থ বছরে টিনের বরাদ্দ এখনো আসেনি। আসলে তাকে টিন দেওয়া হবে।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে