কৃষিসচিব ওয়াহিদা আক্তার কর্মকর্তা-কর্মচারীদের সৎ ও বিবেকবান হয়ে কাজ করার
আহ্বান জানিয়ে বলেছেন, আজীবন চাকরি থাকবে না। যতদিন দায়িত্বে থাকবেন সৎ এবং বিবেকবান
হয়ে কাজ করবেন। মনে রাখতে হবে, প্রজেক্টের অর্থ ঠিক খাতে খরচ না হলে পরবর্তী সময়ে বিশ্বব্যাংক
বা ইফাদ আর অর্থ সরবরাহ করবে না।
বুধবার (১১ অক্টোবর) কৃষি মন্ত্রণালয় আয়োজিত পার্টনার প্রকল্পের একটি কর্মশালায়
বক্তৃতা করছেন কৃষিসচিব এসব কথা বলেন।
ওয়াহিদা আক্তার বলেন, পার্টনার প্রকল্প বাংলাদেশের কৃষির জন্য স্বপ্নের
কর্মপরিকল্পনা। এটি বাস্তবায়ন হলে কৃষিতে বড় রকমের বিপ্লব ঘটবে। সরকার, বিশ্বব্যাংক
এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে এ প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের কথা উল্লেখ করে কৃষিসচিব বলেন, মন্ত্রী মহোদয়ের
কৃষি নিয়ে বিস্তৃত অনেক পরিকল্পনা ছিল। কিন্তু করোনার সময় দুই বছর নষ্ট হওয়ায় অনেক
পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে এতসবের মধ্যে পার্টনার প্রজেক্টের কাজ শুরু
হয়েছে, যা কৃষি মন্ত্রণালয়ের জন্য অনেক বড় পাওয়া।
আরআই