বেলা হয়ে গেলেও ঘুম থেকে ওঠেনি মেঘলা। তাই তাকে ডাক দেয় তার মা। কিন্তু সাড়া না দেওয়ায় তার শোবার কক্ষে যান তিনি। সেখান থেকেই চিৎকার দেন- মেয়েকে ডাবের সঙ্গে ঝুলতে দেখে। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
মেঘলা পাবনার চাটমোহর উপজেলার ভাদুনগর সংলগ্ন সাড়োরা গ্রামের বিপ্লব বিশ্বাসের মেয়ে, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন। বুধবার (১১ অক্টোবর) সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ। এলাকাবাসী সূত্রে এ তথ্য জানা গেছে।
ওড়নায় ফাঁস দিয়ে মেঘলা আত্মহত্যা করেছেন, এমনটাই জানিয়েছে মেঘলার পরিবারসহ স্থানীয়রা।
বিপ্লব বিশ্বাস জানান, কেন তার মেয়ে এমন ঘটনা ঘটিয়েছে- কারণ জানা নেই তার। মঙ্গলবার রাতে খাবারের পর মেয়ে নিজের রুমে ঘুমাতে যায়। বুধবার সকালে আমি গাড়ি নিয়ে বের হয়ে যাই। এর কিছু সময় পর জানতে পারি ঘটনা, ফোনে আমাকে জানানো হয়।
বিপ্লব বিশ্বাস বলছিলেন, তার দুই ছেলে এক মেয়ের মধ্যে মেয়েই বড়। এবারই চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিল। ছোট ছেলের বয়স আড়াই বছর, আর বড়টার বয়স ১৩ বছর। তার বাড়িতে একটা ঘরে তিন রুম । মেঘলা ও তার ছোট ভাই আলাদা রুমে থাকতো। এদিকে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি/সি/এমকে