নওগাঁয় সিএনজি চালিত অটোরিকশা ১০ দিন বন্ধ রেখে রেজিস্ট্রেশন প্রদান ও বাস মালিক গ্রুপের লাঠিয়াল বাহিনী রাস্তা থেকে প্রত্যাহারে দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সিএনজি শ্রমিক ইউনিয়নের সদস্যরা। বুধবার (১১ অক্টোবর) বিকালে বালুডাঙ্গা কোর্ট চত্বরের সামনে এ সমাবেশ হয়।
এদিকে সমাবেশ চলাকালে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয় তাদের। সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মালেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান, ট্রাফিক পুলিশের পরিদর্শক বিকর্ণ কুমার চৌধুরী, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান ও সিএনজি মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আসিক প্রমুখ।
বিডি/সি/এমকে