সোনার দাম বাড়ানো হয়েছে

১১ অক্টোবর ২০২৩

দেশের বাজারে সোনার দাম ফের সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে সোনার দাম বেড়েছে, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বেড়েছে। নতুন দর বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে কার্যকর হবে। বুধবার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দর অনুযায়ী, ভরি প্রতি ২২ ক্যারেট ৯৯ হাজার ৩৭৭ টাকা, ২১ ক্যারেট ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে সোনার। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর সোনার দাম পুনর্র্নিধারণ করেছিল বাজুস। বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর