মন্তব্য
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নেনদাজকে বহনকারী একটি মিনিবাসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। দেশটির পাতাগোনিয়া এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে।
দক্ষিণাঞ্চলীয় চুবুত প্রদেশে একটি কমিউনিটি সেন্টারের বাইরে থাকা তার গাড়ি ঘিরে ধরে লোকজন। তারা গাড়িতে পাথর ছুড়েছে।
একটি ফুটেজে দেখা গেছে লোকজন কমিউনিটি সেন্টারের সামনে জড়ো হচ্ছে। সে সময় গাড়ি থেকে নামছিলেন আলবার্তো। লোকজন তাকে অনুসরণ করে গাড়িতে পাথর ছুড়তে থাকে। হামলায় গাড়ির কাঁচ ভেঙে গেছে। হামলাকারীরা গাড়ির পথ রোধ করে রেখেছিল।
বিবিসি