আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের
জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর বলে জানিয়েছেন
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো: জাহাংগীর আলম।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠক শেষে এসব
কথা বলেন।
লেভেল প্লেয়িংয়ের বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট যারা আছেন,
তাদের সাথে একাধিক বৈঠক করা হবে। বৈঠক করার পরই এ বিষয় কমিশন অবহিত করা হবে।
তিনি বলেন, তৃণমূল বিএনপি বাংলাদেশের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। তার চেয়ারপারসন
শমসের মবিন চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠক
করেছে। এ বৈঠকে তারা খোলামেলা আলাপ করেছেন। পাশাপাশি নির্বাচন কমিশন বরাবর ১২টি সুপারিশ
তুলে ধরেছেন। সুপারিশগুলো তারা পরবর্তী সময়ে লিখিত আকারে আমাদের জানাবেন। ১২টি প্রস্তাবের
মধ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের আইনগত যেসব দিক রয়েছে,
সেগুলোর বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য তারা অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে ভোটকেন্দ্রে
ফলাফল প্রকাশ, ভোটকেন্দ্র থেকে রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল, প্রার্থীর পোলিং
এজেন্টের কাছে ফলাফল হস্তান্তর। এসব বিষয় আলোচনায় এনেছেন তারা।
লেভেল প্লেয়িং ফিল্ডের প্রধান বাধা আইনশৃঙ্খলা প্রশাসন, সেটি নিয়ন্ত্রণে
ইসির ভূমিকা জানতে চাইলে সচিব বলেন, ‘প্রথম হচ্ছে আইন এবং সংবিধানের আলোকে কমিশনকে
যে ক্ষমতা দেওয়া হয়েছে, কমিশন সে ক্ষমতা সম্পূর্ণরুপে প্রয়োগ করবে এবং বাস্তবায়নে সচেষ্ট
থাকবে।
আরআই