মন্তব্য
সিলেটের দক্ষিণ সুরমায় জাবেদ আহমদ (২৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে চকের বাজার এলাকায় ওস্তার মিয়ার ভাড়া দেওয়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জাবেদ আহমদ সিলেটের মোগলাবাজারের জালালপুর এলাকার ইসহাক আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা।
ওসি জানান, ধারণা করা হচ্ছে জাবেদ আহমদ আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি/সাকিব আল মামুন/সি/এমকে