চলতি অর্থবছরে রবি মৌসুমে শস্য আবাদে পাবনার চাটমোহরে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ পাচ্ছেন ৬ হাজার ৬ শ ৭০ জন কৃষক। কৃষিখাতে সরকারের দেওয়া প্রণোদনার আওতায় এসব কৃষকের প্রত্যেকে নির্দিষ্ট পরিমাণ সার ও বীজ পাবেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন।
এ
উপলক্ষ্যে উপজেলা পরিষদ
মিলনায়তনে উপজেলা কৃষি সম্পসারণ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা রেদুয়ানুল হালিম। বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল
ইসলাম ও সাধারণ সম্পাদক
আতিকুর রহমান আতিক প্রমূখ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে- গম, ভূট্রা, সরিষা, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করছে সরকার। চাটমোহর উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৫৮ লাখ টাকার বীজ ও রাসায়নিক সার।
বিডি/সি/এমকে