শতভাগ ক্ষমতা প্রয়োগ করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৩

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করা হবে। এ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আয়োজনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সাংবিধানিকভাবে পাওয়া ক্ষমতার শতভাগ প্রয়োগ করবে তারা। ইসির প্রত্যাশা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা পাওয়া যাবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সাংবাদিকদের এমনটাই জানালেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তৃণমূল বিএনপির প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠকে পর সাংবাদিকদের ব্রিফ করেন ইসির সচিব।

ভোটগ্রহণকালে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি টিভি স্থাপন, ভোটকেন্দ্রে ফলাফল প্রকাশ, ভোটকেন্দ্র থেকে রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল, প্রার্থীর পুলিং এজেন্টের কাছে ফলাফল হস্তান্তর- এসব বিষয় বৈঠক আলোচনায় আনে ১৮ সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। এ নির্বাচন নিয়ে কমিশনের কাছে  নিজেদের ১২টি সুপারিশ তুলে ধরেন তারা।

ইসি সচিব বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণকালে সিসি টিভি স্থাপনের জোরালো দাবি করেছেন তারা। কমিশন তাদের আশ্বস্ত করেছে- নির্বাচনে যে সব দল অংশগ্রহণ করবে, তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত থেকে শুরু করে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর।

লেভেল প্লেয়িং ফিল্ডের প্রধানতম বাধা আইন-শৃঙ্খলা প্রশাসন নিয়ন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব মো. জাহাংগীর আলম জানান, আইন এবং সংবিধানের আলোকে পাওয়া ক্ষমতা কমিশন সম্পূর্ণরূপে প্রয়োগ করবে। এটা বাস্তবায়নে কমিশন সচেষ্ট থাকবে বলেও তাদের আশ্বস্ত করা হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য নির্বাচন কমিশনার ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর