উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৩

 

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এমন নিষেধাজ্ঞা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় সফল হয়নি দেশটি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে। পৃথিবীর মধ্যে একটি বিশেষ অবস্থান নিয়েছে। বাংলাদেশ কোনও নির্দিষ্ট দলে নেই, কোনও লেজুড় হতে চায় না। স্বাধীন, সার্বভৌম ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখায় অনেকের চক্ষুশূল বাংলাদেশ। একটি ছোট দেশ, তাদের এত সাহস- আমাদের কথা শোনে না।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর