ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচে ইংল্যান্ডের
কাছে বিশাল ব্যবধানে হারে সাকিব বাহিনী। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তাই জয় চায় টাইগাররা।
এ জন্য কৌশল আটছে। পরিবর্তন আসতে পারে একাদশে। ওপেনিংয়ে ফেরানে হতে পারে তানজিদ তামিমকে।
শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের চিদামবরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর
আড়াই’টায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
টপ অর্ডাররা রান পাচ্ছেন না দীর্ঘ সময় ধরে। তবে, শান্তর কথায় এটুকু পরিষ্কার।
এখনই আস্থা হারাচ্ছেন না টিম ম্যানেজমেন্ট। লিটনের রান ফেরায় বরং তাদের স্বস্তি আছে
তাদের মাঝে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার মনে হয় একটা-দুটা ভালো
ইনিংস খেললে ওই ব্যাটারেরও আত্মবিশ্বাস আসবে। এখানে কেউই রিলাক্স না। চেষ্টা করছে না,
এমনও না। সবাই চেষ্টা করছে। আশাকরি সামনের ম্যাচেই টপঅর্ডার পারফর্ম করবে।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান
মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ,
মুস্তাফিজুর রহমান/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।