বুসানে সেরা সিনেমার পুরস্কার জিতল বাংলাদেশ

International
১৩ অক্টোবর ২০২৩

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে পুরস্কার পেয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘বলী (দ্য রেসলার)’। সিনেমাটি নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে। শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে উৎসবের সমাপনী দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়।

ইতোমধ্যে বুসান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়েছে। চলতি বছর মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতল ‘বলী (দ্য রেসলার)’। পুরস্কার হিসেবে ৩০ হাজার ডলার পেয়েছে সিনেমাটি।

এই সিনেমা নিয়ে বিচারকরা জানান, সিনেমাটি যেন দুর্দান্ত এক সিঙ্গেল রাউন্ড ম্যাচ, যেখানে জাদুকরিভাবে গল্প বলা হয়েছে।

সিনেমাটি নির্মাণ করেছেন ইকবাল হোসাইন চৌধুরী। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী (দ্য রেসলার)’। এটি প্রযোজনা করেছেন পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে ছিলেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।

‘বলী (দ্য রেসলার)’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘বলী’র গল্প। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৭, ৮ ও ৯ অক্টোবর ছিল সিনেমাটির প্রদর্শনী।

জানা গেছে, চলতি বছর ২৮তম বুসান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের তিন সিনেমা। এরমধ্যে নিউ কারেন্টস বিভাগে প্রতিযোগিতা করেছে ‘বলী’সহ বিপ্লব সরকারের ‘আগন্তুক’। এ ছাড়া কিম জিসোক বিভাগে প্রতিযোগিতা করছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’।



মন্তব্য
জেলার খবর